বাটেঙ্গে তো কাটেঙ্গে’ এই স্লোগানটি বিরোধিতা করেছিলেন বিজেপির লোকেরা। তাই এইবার প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সভায় গরহাজির থাকলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এবং ভোটের মুখে স্বাভাবিকভাবেই মহাজুটিতে ভাঙনের জল্পনা জোরাল হচ্ছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৫নভেম্বর: ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ এই স্লোগানটি বিরোধিতা করেছিলেন বিজেপির লোকেরা। তাই এইবার প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সভায় গরহাজির থাকলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এবং ভোটের মুখে স্বাভাবিকভাবেই মহাজুটিতে ভাঙনের জল্পনা জোরাল হচ্ছে।
শিবাজী পার্কে প্রধানমন্ত্রী সভাকে মুম্বাইয়ের ছত্রপতি বৃহস্পতিবার এখানে নিজের শক্তি প্রদর্শনে মঞ্চ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল। জোটসঙ্গীদেরও সেখানে ডাকা হয়। তাদের মধ্যে ওই সভায় উপস্থিত ছিলেন একনাথ শিণ্ডে, রামদাস আটাওয়ালেরা। তবে শুধুমাত্র অজিত ছিলেন না। সেই দলের নেতারাও ছিলেন না, জোট ভাঙ্গার জল্পনায় বাড়ছে।
কিন্তু বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই অজিত একটু ‘বেসুরো’। বিজেপির প্রবল আপত্তি উড়িয়ে তিনি টিকিট দিয়েছেন নবাব মালিককে। দাউদ ঘনিষ্ঠ অপরাধে জেল খাটা নেতার মেয়েকেও টিকিট দিয়েছে অজিতের দল। আবার প্রকাশ্যে বিজেপর ‘বিভেদকামী’ স্লোগান ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’র বিরোধিতা করেছেন অজিত। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানেরও বিরোধিতা করেছেন। মারাঠা রাজনীতিতে গুঞ্জন, ভোটের পর অজিত যে বিজেপির সঙ্গেই থাকবেন, তার কোনও নিশ্চয়তা নেই। সুযোগ বুঝে ফের কাকার দিকে ঝুঁকতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর সভায় তাঁর অনুপস্থিতি সেই জল্পনাই উসকে দিল।