কিছুতেই বাচ্চার মন বসছে না পড়াশোনায়? আজ থেকেই পালন করুন এই নিয়মগুলি! ফল পাবেন হাতেনাতে – Aaj Akhon

আপনার সন্তান(child) পড়াশোনায় অমনোযোগী? পড়ার নাম শুনলেই পালাই পালাই ভাব? তবে একটি সাবধান হন। একটা বয়সের পর বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া অবশ্যই প্রয়োজন। তবে দেখা যায়, অনেক কঠিন কঠিন বিষয়গুলি যা তাদের আওতার বাইরে, সেই সব বিষয়গুলি এড়িয়ে চলছে। এমন ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রে বহু কার্যকরী টোটকা আছে। যা আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াবে।

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 24 অক্টোবর: আপনার সন্তান(child) পড়াশোনায় অমনোযোগী? পড়ার নাম শুনলেই পালাই পালাই ভাব? তবে একটি সাবধান হন। একটা বয়সের পর বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া অবশ্যই প্রয়োজন। তবে দেখা যায়, অনেক কঠিন কঠিন বিষয়গুলি যা তাদের আওতার বাইরে, সেই সব বিষয়গুলি এড়িয়ে চলছে। এমন ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রে বহু কার্যকরী টোটকা আছে। যা আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াবে। কঠিন বিষয়গুলিতেও আগ্রহ যোগাবে। তবে একদিন দু’দিন নয়, টানা অনেকটা সময় ধরে এই টোটকাগুলি মেনে চললে মিলবে ফল। 

1) সন্তানকে ভোর থাকতে ঘুম থেকে তুলে দিন। এরপর স্নান সেরে দেবী সরস্বতীর পুজো করে পড়তে বসান। 

2) কেশর, সাদা চন্দন ও হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করুন। এতে দেবী তুষ্ট হয়। 

3) প্রতিদিন সন্তানকে যোগাভ্যাস করান অনুলোম-বিলোম করান। এতে মন শান্ত হয়, মস্তিষ্ক প্রখর হয়।

4) প্রতিদিন বজরংবলীর পুজো করলে মেধা বাড়বে। সঙ্গে সন্তানকে দিয়ে হনুমান চলিসা পাঠ করান। 

5) গলায় রূপোর চেন পরতে পারলে খুবই ভালো। এতে কুষ্ঠীতে চাঁদের অবস্থা ভালো হয়। ফলে বুদ্ধি বাড়ে।