গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলো যুবক – Aaj Akhon

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলো যুবক

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি নদিয়ার কল্যাণীর চরসরাটি গঙ্গার ঘাটে। জানা যায় ওই যুবকের নাম সালাল আলী মন্ডল। একদিন পরেই বিয়ে ছিল ওই যুবকের। শনিবার দুই বন্ধু গঙ্গায় স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। স্থানীয়রা বন্ধুকে উদ্ধার করতে পারলেও সালালকে উদ্ধার করতে পারেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনী ওই যুবকের দেহ খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে।