জামালপুর নাগরিক জনকল্যাণ কমিটির পক্ষ থেকে জামালপুর বাসস্ট্যান্ডে এক বিরাট বস্ত্র দান অনুষ্ঠান – Aaj Akhon

জামালপুর নাগরিক জনকল্যাণ কমিটির পক্ষ থেকে জামালপুর বাসস্ট্যান্ডে এক বিরাট বস্ত্র দান অনুষ্ঠান করা হয় আজ। ১৩ টি অঞ্চলের ৩০০০ মানুষের হাতে আজ নতুন বস্ত্র হিসাবে শাড়ি ও লুঙ্গী তুলে দেওয়া হয়।

আজ এখন ডেস্ক, দেবপ্রসাদ মুখার্জী, 6 অক্টোবর: জামালপুর নাগরিক জনকল্যাণ কমিটির পক্ষ থেকে জামালপুর বাসস্ট্যান্ডে এক বিরাট বস্ত্র দান অনুষ্ঠান করা হয় আজ। ১৩ টি অঞ্চলের ৩০০০ মানুষের হাতে আজ নতুন বস্ত্র হিসাবে শাড়ি ও লুঙ্গী তুলে দেওয়া হয়।

এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ ডা শর্মিলা সরকার, এস বি এস টি চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিধায়ক অলক কুমার মাঝি, জেলার বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব তৃণমূলের সভাপতি রাস বিহারী হালদার,সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, সি আই বিশ্বজিৎ মন্ডল, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জনকল্যাণ কমিটির সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, কোষাধক্ষ্য ভূতনাথ মালিক জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা প্রতিটি অঞ্চলের প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা।

প্রবল দুর্যোগ উপেক্ষা করে প্রচুর সংখ্যায়  মানুষ এসে এই উপহার গ্রহণ করেন। উপস্থিত সকল অতিথীরা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পূজোর আগে এত বড় বস্ত্র উপহার অনুষ্ঠান করার জন্য মেহেমুদ খানের ভুয়সী প্রশংসা করেন।

মেহেমুদ খান বলেন পুজোর আগে এই পুজোর মরশুমে কিছু মানুষকে এই উপহার তুলে দিতে পেরে তিনি খুব খুশি।