নভেম্বর থেকে UPI পেমেন্টে বিপুল পরিবর্তন! না জানলে মহা বিপদে পড়বেন ইউপিআই ব্যবহারকারীরা – Aaj Akhon

বিরাট খবর UPI লাইটের ব্যবহারকারীদের জন্য। চলতি বছরের নভেম্বর মাস থেকেই ইউপিআই লাইট প্লাটফর্মে দুটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। সম্প্রতি ইউপিআই লাইটের লেনদেনের সীমা বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তাই ১ নভেম্বর থেকে পূর্বের তুলনায় আরো বেশি টাকা লেনদেন করতে সক্ষম হবেন ইউপিআই লাইট ব্যবহারকারীরা।

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 11 নভেম্বর: বিরাট খবর UPI লাইটের ব্যবহারকারীদের জন্য। চলতি বছরের নভেম্বর মাস থেকেই ইউপিআই লাইট প্লাটফর্মে দুটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। সম্প্রতি ইউপিআই লাইটের লেনদেনের সীমা বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তাই ১ নভেম্বর থেকে পূর্বের তুলনায় আরো বেশি টাকা লেনদেন করতে সক্ষম হবেন ইউপিআই লাইট ব্যবহারকারীরা। শুধু এটাই নয়, আরো একটি পরিবর্তন এসেছে ইউপিআই লাইট ব্যবহারকারীদের জন্য। যদি কোন ইউপিআই লাইট ব্যবহারকারীর ব্যালেন্স নির্দিষ্ট সীমার নীচে চলে যায়, তাহলে নতুন অটো টপ-আপ ফিচারের মাধ্যমে পুনর UPI Lite-এ টাকা যোগ করতে সক্ষম হবেন। এতে ম্যানুয়াল টপ-আপের প্রয়োজনীয়তা দূর হওয়ার পাশাপাশি, নির্বিঘ্নে পেমেন্ট করতে পারবেন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লাইটের মাধ্যমে। 

এই নয়া পরিবর্তনের মাধ্যমে,UPI লাইটে সর্বনিম্ন ব্যালেন্স সেট করা সম্ভব। যখন ইউপিআই লাইটের ব্যবহারকারীর ব্যালেন্স নির্দিষ্ট সীমার নীচে নেমে যাবে, তখন ইউপিআই একাউন্ট এর সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI Lite ওয়ালেট স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। রিচার্জের পরিমানও নিজেই সেট করতে পারবেন ব্যবহারকারী। তবে এক্ষেত্রে ওয়ালেট রিচার্জের সীমা ২০০০ টাকার বেশি হবে না। দিনে পাঁচটি টপ আপের অনুমতি মিলবে ইউপিআই লাইট অ্যাকাউন্টে।

NPCI-এর তরফে জানানো হয়েছে যে, ২০২৪ এর একত্রিশে অক্টোবরের মধ্যে অটো পে ব্যালেন্স সুবিধা চালু করতে হবে UPI Lite ব্যবহারকারীদের। তারপরে ১নভেম্বর, ২০২৪ থেকে UPI লাইটে অটো টপ-আপ ফিচার ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, প্রত্যেক ব্যবহারকারীকে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করতে ছাড় দেয় UPI লাইট। সেক্ষেত্রে ইউপিআই লাইট ওয়ালেটে সর্বোচ্চ ব্যালেন্স রাখা যাবে ২০০০ টাকা পর্যন্ত। UPI Lite ওয়ালেটের প্রাত্যহিক খরচের সীমা ৪০০০ টাকা। ইতিমধ্যেই লেনদেনের পরিমাণ ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

05:09