আজ এখন ডেস্ক, জলপাইগুড়ি: ঝড়ের দাপটে ঘরের উপর ভেঙে পরল গাছ। প্রাণে বাঁচল শিশুসহ গোটা পরিবারের। মাঝ রাতে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত হল বেশ কিছু বাড়ি। মঙ্গলবার মাঝরাতে ধূপগুড়ি শহরের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টি এবং ঝড়ো হওয়ার দাপটে ভেঙে পড়েছে একাধিক গাছ। ঘরের উপর গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি।
এদিন মাঝরাতে ধূপগুড়িতে শুরু হয় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হওয়া। ঝড়ের দাপটে ধূপগুড়ি পুরসভার বেশ কিছু ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। কয়েকটি জায়গায় উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশকিছু এলাকা। সকাল থেকে অনেকে নিজেরাই রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর কাজে হাত লাগায়। তবে ঝড়ে কতগুলো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
শরৎপল্লীর বাসিন্দা পরি সাহা বলেন, ‘ঘরের ভিতরে তিনজন ঘুমিয়ে ছিলাম। আচমকাই ঝড়ের দাপটে একটি বড় গাছ ঘরের উপর ভেঙে পড়ে। আমার স্ত্রী সহ বাচ্চা নিয়ে প্রাণে বেঁচে যাই।’