বারাউনি দুর্ঘটনায় নিহত রেলকর্মীর মাকে 44 লাখ 52 হাজার টাকা ক্ষতিপূরণ, চাকরি পাবেন মৃতের ভাই – Aaj Akhon

নভেম্বর বারাউনি জংশনে ইঞ্জিন এবং বাফারের মধ্যে পিষ্ট হয়ে রেলকর্মী পোর্টার অমর কুমারের মৃত্যুর ঘটনায়, রেলওয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে দুই রেল কর্মচারীকে বরখাস্ত করেছে।

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 13 নভেম্বর: 9 নভেম্বর বারাউনি জংশনে ইঞ্জিন এবং বাফারের মধ্যে পিষ্ট হয়ে রেলকর্মী পোর্টার অমর কুমারের মৃত্যুর ঘটনায়, রেলওয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে দুই রেল কর্মচারীকে বরখাস্ত করেছে। এই বিষয়ে এরিয়া ম্যানেজার রাজেশ রঞ্জন সহায় জানান, ঘটনার সময় ডিউটিতে থাকা পোর্টার মো সুলেমান এবং লোকো শান্টার রাকেশ রোশন দুজনকেই ঘটনার সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিআরএম সোনপুর বিবেক ভূষণ সুদের নেতৃত্বে গঠিত কমিটি এই ঘটনার তদন্ত করছে। তবে বরখাস্তকৃত কর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের মতামত তুলে ধরে আবেদন করেছেন। 

44 লক্ষ 52 হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন মৃতের মা

ইস্ট-সেন্ট্রাল রেলওয়ে সোনপুর ডিভিশন অপারেশন ডিপার্টমেন্টের একজন কর্মচারী, 9 নভেম্বর 15204 এক্সপ্রেসের শান্টিংয়ের সময় মারা গিয়েছিলেন। ডিআরএম সোনপুর বিবেক ভূষণ সুদের নির্দেশে, ঘটনার পর এক ঘন্টার মধ্যে শেষকৃত্য সহায়তা প্রদান নিশ্চিত করা হয়েছিল। পরের দিন অর্থাৎ 10 ই নভেম্বর, পার্সোনেল অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সমস্ত ধরণের লিকুইডেশন পেমেন্টের পরিমাণের পাশাপাশি কর্মচারীর মাধ্যমে প্রদেয় সহায়তার পরিমাণের আকারে বিভিন্ন আইটেম সহ লাম্পসাম এক্স গ্রেশিয়া/এক্স গ্রেশিয়া (ডব্লিউসি অ্যাক্ট) প্রদান করেছে। কল্যাণ তহবিলের আওতায় সংশ্লিষ্ট কর্মচারীর আশ্রিত বিধবা মা কিরণ দেবীকে মোট 44 লাখ 52 হাজার টাকা প্রদান করা হবে। 

চাকরি পেয়েছেন মৃতের ভাই 

একই সঙ্গে সদর দফতরের যোগ্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, মৃত কর্মচারীর ভাইকে 10 নভেম্বরেই অনুকম্পামূলক নিয়োগের চিঠি দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।