ব্যারাকপুর আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। গত 31 আগস্ট আদালত ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে দোষী সব্যস্ত করেছিল। শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। যদিও এই রায়ে খুশি নন স্বর্ণ ব্যবসায়ী নীল রতন সিংহ।
ব্যারাকপুর আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত(Barrackpore court)। গত 31 আগস্ট আদালত ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে দোষী সব্যস্ত করেছিল। শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। যদিও এই রায়ে খুশি নন স্বর্ণ ব্যবসায়ী নীল রতন সিংহ। তিনি বলেন, অভিযুক্ত একজনের ফাঁসি হওয়া উচিৎ ছিল, যে ছেলেকে গুলি করে খুন করেছে। অপরদিকে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, আদালতের রায়ে তিনি পুরোপুরি খুশি নন। তিনি আদালতে ফাঁসির দাবি করেছিলেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ মে ভর সন্ধেয় জনবহুল ব্যারাকপুর আনন্দপুরীতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাঁধা পেয়ে দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ী নীল রতন সিংয়ের পুত্র ২৬ বছরের নিলাদ্রী সিংহকে গুলি করে খুন (Murder) করেছিল। ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা পাঁচজনকে গ্রেপ্তার করেছিল।