ভাড়া বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ! নেপথ্যে কার হাত? গ্রেপ্তার লিভ-ইন পার্টনার – Aaj Akhon

আজ সাত সকালে মুর্শিদাবাদের বহরমপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ। ওই বাড়িতে তিন তলা থেকে তার দেহটি পাওয়া গেছে। ওইখানকার এলাকাবাসীরা সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে জানান।

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৫ নভেম্বর: আজ সাত সকালে মুর্শিদাবাদের বহরমপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ। ওই বাড়িতে তিন তলা থেকে তার দেহটি পাওয়া গেছে। ওইখানকার এলাকাবাসীরা সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে জানান। এবং ওই ঘটনাস্থলকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। পুলিশ কর্তৃপক্ষ রীতিমতো এই ঘটনাটির তদন্ত শুরু করেছে, খুন নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি। ঘটনায় তরুণীর লিভ-ইন পার্টনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম আফরিন তবস্সুম। তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা। তার বয়স মাত্র ২৩ বছর,বয়স ২৩ বছর। বহরমপুরের ভাকুড়ি এলাকায় তাঁর প্রেমিকের সাথে কয়েকমাস ধরে একসাথে ভাড়া বাড়িতে থাকতেন। আরও জানা গিয়েছে তরুণী বিবাহিতা ছিলেন। চার বছরের এক সন্তানও রয়েছে। তবে স্বামীকে ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। 

স্থানীয়রা জানাচ্ছেন, কয়েকদিন ধরে ওই ঘরে কাউকে দেখা যাচ্ছিল না। ঘর থেকে পচা দুর্গন্ধ বেরতে থাকে। সন্দেহ হতে ঘরে উঁকি মেরে তরুণীর দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে।মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান, দুদিন আগে তরুণীর মৃত্য়ু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।