মুর্শিদাবাদের অসহায় এক পুরোহিত পরিবার, কয়েকদিন হল তার মা মারা গিয়েছে। তার মোবাইলে শুধু একটাই ফোন। তাদের দাবি, আমাদের পরিবার বাঁচান
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৪নভেম্বর: মুর্শিদাবাদের অসহায় এক পুরোহিত পরিবার, কয়েকদিন হল তার মা মারা গিয়েছে। তার মোবাইলে শুধু একটাই ফোন। তাদের দাবি, আমাদের পরিবার বাঁচান। সেই ফোনের প্রতিশ্রুতি রাখতে পুরোহিতের বাড়িতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি এক ক্যান্সার আক্রান্ত পরিবারের সাহায্য করেছিলেন।
ওই পুরোহিত মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের প্রত্যন্ত সাহোড়া অঞ্চলের পেটারি গ্রামের বাসিন্দা। তার নাম অলোক আচার্য। বিগত কয়েক দিন ধরেই তার মা খুব অসুস্থতায় ভুগছিলেন। ৮ দিন হল তার মা মারা গিয়েছে। ওই পুরোহিতের টুকটাক পুজো করে কোনমতে সংসার চলে। তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান কিভাবে করবে বুঝতে পারছিলেন না, এই দিন আনা দিন খাওয়া সংসারে। অলোকবাবু এই পরিস্থিতিতে অভিষেক বন্দোপাধ্যায় এর নাম্বারে ফোন করেন তিনি। এবং ফোন করে তার কাছ থেকে সাহায্য চাই, তবে খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। ফোনের পরই বাড়িতে হাজির সাহায্য।
পুরোহিতের মায়ের শ্রাদ্ধের দুদিন আগেই বাড়িতে উপস্থিত হন তৃণমূলের প্রতিনিধিরা। বুধবার বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম অভিষেকের পক্ষ থেকে পাঠানো নগদ ১০ হাজার টাকার খাম মাতৃহারা পুরোহিতের হাতে তুলে দেন। সাহায্য় পেয়ে অলোকবাবু। বলেন, “এলাকার তৃণমূল নেতা মাহে আলমকে দেখি অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাই মাহে আলমকেও আমার সমস্যার কথা জানানোর পর তিনি ব্যবস্থাপনা করে দিয়েছে। এমন সময় এই সাহায্য পেয়ে অনেকটাই সুবিধা হবে মায়ের শেষকৃত্যে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর কাতর আবেদন, “আমার ছিটে বেড়া, খড়ের চালের ছাউনির ঘর পাকা করে দিলে মাথা গোঁজার বাসস্থান নিয়ে কোন চিন্তা ভাবনা থাকত না।”