এক মহিলার সাংবাদিকের ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে। ওই মহিলা সাংবাদিক তনময় ভট্টাচার্যের নামে তিনি বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৮ নভেম্বর: তন্ময়ের বিরুদ্ধে এসেছে এক মহিলা সাংবাদিককে শ্রীলতাহানি করার অভিযোগ। আর সেই বিষয়টিকে কেন্দ্র করে তার দলের নেতারা তার বিরুদ্ধে শাস্তির দাবি জানান। এই ঘটনায় তিনি তার বাড়িতে সিসিটিভি বসালেন। এবং তিনি যে ঘরে বসে ওই সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন সেখানেও সিসিটিভি বসানো হয়েছে বলে খবর।
এই সমস্যার সূত্রপাত হয়েছে ওই মহিলার সাংবাদিকের ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে। ওই মহিলা সাংবাদিক তনময় ভট্টাচার্যের নামে তিনি বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সিপিএম তাকে সেই মুহূর্তেই সাসপেন্ড করার কথা ভাবেন। তার সঙ্গে তদন্ত কমিটি ও গঠন করা হয়। এই বিষয়ে বরানগর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আর তন্ময় বাবু একাধিক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এই পরিস্থিতিতে তিনি তার বাড়িতে সিসিটিভি বসান। তবে কেন এমন সিদ্ধান্ত? তিনি জানিয়েছেন, এখনকার পরিস্থিতি খুবই খারাপ তার জন্যই বাড়িতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত। সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রতিমুহূর্তের ফুটেজ থাকবে। যাতে এই ধরণের অভিযোগের মুখোমুখি তাঁকে হতে না হয়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা।