সামনেই কালীপুজো! শীত আসছে কয়েকদিন ও মাত্র দেরি নেই! এই সময় ঠান্ডায় ত্বক ফাটা আটকাতে কি করবেন? আসুন দেখে নিই


এখন যা পরিবেশের অবস্থা তাতে করে গরমকালেও ত্বক ফাটতে দেখা যায়। আর সামনেই তো শীতকাল। এই সময় ত্বকের খেয়াল রাখা খুবই জরুরী।ত্বক ফাটার সম্ভাবনা তৈরি হলে, ত্বকে টান ধরার উপক্রম হলে আগে থাকতেই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। কি কি করলে এই শীতকালীন সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে, আসুন দেখে নেওয়া যাক।