কাউর মনোভাবকে আঘাত করবেন না। এমন কাউকে কিছু বলবেন না যাতে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়। মহারাষ্ট্র জনসভায় ঠিক এমনই পুলিশের কাজে নোটিশ পেলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৪ নভেম্বর: কাউর মনোভাবকে আঘাত করবেন না। এমন কাউকে কিছু বলবেন না যাতে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়। মহারাষ্ট্র জনসভায় ঠিক এমনই পুলিশের কাজে নোটিশ পেলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি।
গতকাল ছিল মহারাষ্ট্রের সোলাপুরে AIMIM প্রধানের জনসভা। এবং তিনি যখন ভাষণ দিতে উঠছিলেন ভরা জনসভায় তখন অন্য সভার দলের লোকেরা ভাষণ দিচ্ছিলেন। আর সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশের আধিকারিকর একটি নোটিস দিয়ে আসেন।ওয়েইসি নোটিশটি মঞ্চে বসেই সেই নোটিস পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ ফোনেও কথা বলতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, ওই নোটিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ভাষণে আপত্তিকর কিছু বলতে পারবেন না মিম সুপ্রিমো। এমন কিছু বলা যাবে না যাতে অশান্তি ছড়াতে পারে।
উল্লেখ্য, একটা সময় হায়দরাবাদের পর ওয়েইসির দল মহারাষ্ট্রেই সবচেয়ে শক্তিশালী ছিল। যদি গত কয়েক বছরে সেই শক্তি অনেকটাই ক্ষয় হয়েছে। গত লোকসভা নির্বাচনে কোনও আসন পায়নি AIMIM। এবার সে রাজ্যে গোটা ১২ আসনে লড়ছে ওয়েইসির দল। তাঁদের লক্ষ্য, কয়েকটি আসন জিতে এসে কিংমেকার হিসাবে উঠে আসা।