আজ এখন নিউজ ডেস্ক, 18 ফেব্রুয়ারি: এ বারের মাধ্যমিক পরীক্ষায় নিয়মভঙ্গের একাধিক ঘটনা সামনে এসেছে। ইতিহাস পরীক্ষার দিন মোবাইল ফোন-সহ ধরা পড়েছে চার জন পরীক্ষার্থী। দক্ষিণ ২৪ পরগনা থেকে দু’জন, উত্তর দিনাজপুর থেকে একজন এবং কোচবিহার থেকে একজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছিল। তাদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার গোবিন্দপুর কালীচরণ হাইস্কুলের দুই পরীক্ষার্থী মাথুর জাতিরাম মেমোরিয়াল হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল। উত্তর দিনাজপুরের হিন্দি হাইস্কুল ডালখোলার এক পড়ুয়া ডালখোলা গার্লস হাইস্কুলে এবং কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলে পরীক্ষার সময় মোবাইল ফোন-সহ ধরা পড়ে।
মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই তিন জনের সব পরীক্ষাই বাতিল করা হয়েছে। এছাড়া, উত্তর দিনাজপুরের চাকুলিয়া হাইস্কুলের এক পরীক্ষার্থী অঙ্ক পরীক্ষার দিন খাতা ছিঁড়ে ফেলায় আরএ (রিপোর্টেড এগেনস্ট) করা হয়েছিল। একই ঘটনা ঘটে ইতিহাস পরীক্ষাতেও। তবে এই পরীক্ষার্থীর ক্ষেত্রে তার সমস্ত পরীক্ষা বাতিল না করে খাতা পর্ষদের বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ পর্যন্ত মোবাইল ফোন নিয়ে পরীক্ষায় ধরা পড়ার ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ১৪-তে। বাংলা পরীক্ষায় একজন এবং ইংরেজি পরীক্ষায় ছ’জন পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গিয়েছিল।
এছাড়া, অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে পাঠ্যক্রম-বহির্ভূত এবং ভুল প্রশ্ন থাকার অভিযোগ উঠেছিল। মধ্যশিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, প্রশ্নপত্রে কোনও ভুল ছিল না। তবে দু’টি প্রশ্ন ছিল তুলনামূলক কঠিন, যার মোট নম্বর ৫। পর্ষদ জানিয়েছে, এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করা হবে।