শিলিগুড়ির প্রত্যেকটি শহরের ওয়ার্ডে পাঠানো হচ্ছে ২৫টি পানীয় জলের ট্যাঙ্ক!

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৭ ডিসেম্বর: শিলিগুড়ির বিভিন্ন শহরে জলের সমস্যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গৌতম দেব সহ পুরবোর্ডকেই কাঠগড়ায় তোলা হয়েছে। যদিও এইসব অভিযোগ মানতে নারাজ মেয়র সাহেব। পুরনিগম থেকে কাল সারা শহরে এক বেলা করে জল দিচ্ছে। এই বিষয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “মানুষের রায়কে অশ্রদ্ধা করেছে এই বোর্ড। তারা পানীয় জল নিয়ে চরম ব্যর্থ।” আবার একইভাবে বিধায়ক শংকর ঘোষ বলেন, “ভাওতাবাজির বোর্ড চলছে। জলকষ্টের জন্য দায়ী মেয়র গৌতম দেব।”

আবার নতুন করে জলের সমস্যা শুরু হয়েছে। এখানে এক বেলা করে জল দেওয়ার কথা, সেখানে জল অনেক দেরিতে আসলেও সুতোর মতো জল পরছে পাইপ থেকে। তাই এমন পরিস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডে পুরুনিগম থেকে পরিস্থিতি সামলাতে ২৫টি পানীয় জলের ট্যাঙ্ক শহরের বিভিন্ন জায়গা পাঠানো হয়েছে। শুধু তাই নয় জলের পাউচ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।

কংগ্রেসদের আমলের মেয়র অশোক ভট্টাচার্য এই বিষয় বলেন, “আমাদের তৈরি প্রকল্পের মাধ্যমেই শহরে জল পরিষেবা চালু রয়েছে। ওরা এসে নানান প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। আমরা একবার জল দিতে না পারায় শারীরিকভাবে হেনস্থা করা হয় আমাকে। এখন নিজেরা দিনের পর দিন জল দিতে পারছে না। এই বোর্ড সম্পূর্ণ ব্যর্থ কাজের ক্ষেত্রে।”

আবার কেন্দ্রের আমরুত প্রকল্পের কথা তুলে পুরবোর্ডকে কাঠগড়ায় তোলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, “কেন্দ্র আমরুত প্রকল্প নিয়ে এই বোর্ডের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই বোর্ড সাহায্য না নিয়ে ভাওতাবাজি দিয়ে বোর্ড চালাচ্ছে। শহরের বারবার এই পরিস্থিতির জন্য দায়ী মেয়র গৌতম দেব।” জল পরিষেবা একাধিকবার ব্যাহত হওয়ায় এই বোর্ডের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই এখন গোটা বোর্ড মূল জল প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছে।

22:47