২৫ মিনিট ধরে বিজ্ঞাপন সিনেমাহলে! ক্ষতিপূরনের নির্দেশ আদালতের

আজ এখন নিউজ ডেস্ক, 19 ফেব্রুয়ারি: বিজ্ঞাপনের কারণে সময় নষ্ট! প্রেক্ষাগৃহকে জরিমানা করা হল ৬৫ হাজার টাকা। সম্প্রতি বেঙ্গালুরুর একটি সিনেমা হলে ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখানোর কারণে সময় নষ্ট হওয়ায়, এক যুবকের করা মামলায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

২০২৩ সালে বেঙ্গালুরুর পিভিআর আইনক্সে ‘স্যাম বাহাদুর’ ছবির বিকেল ৪টার শো দেখতে গিয়েছিলেন বছর তিরিশের এক যুবক। অনলাইনে ‘বুক মাই শো’ অ্যাপ থেকে টিকিট কেটে তিনি ধরেছিলেন, সন্ধ্যার আগেই ছবি শেষ করে জরুরি কাজে যোগ দেবেন। কিন্তু নির্ধারিত সময়ে ছবি শুরু না হয়ে, প্রায় সাড়ে ৪টায় শুরু হয়। তার আগে টানা ২৫ মিনিট ধরে চলতে থাকে বিজ্ঞাপন। এতে তাঁর গুরুত্বপূর্ণ কাজে দেরি হয়ে যায়।

এরপর রেগে গিয়ে ওই যুবক সিনেমা হল কর্তৃপক্ষ ও টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালতে তিনি দাবি করেন, সিনেমা হল কর্তৃপক্ষ তাঁর মূল্যবান সময় নষ্ট করেছে, যা তাঁকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
আদালত তাঁর দাবিকে সমর্থন জানিয়ে পর্যবেক্ষণে উল্লেখ করে, “সময়ই অর্থের সমার্থক। দর্শকদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করাও অন্যায্য বাণিজ্যিক কার্যকলাপ।” নিয়ম অনুযায়ী, সিনেমা শুরুর আগে মাত্র ১০ মিনিট এবং অর্ধবিরতির মাঝে বিজ্ঞাপন দেখানো বৈধ।

আদালতের দেওয়া সংশ্লিষ্ট রায়ে, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে সময় নষ্টের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, মানসিক হেনস্থার জন্য ৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা আইনি খরচ বাবদ সহ মোট ৬৫ হাজার টাকা যুবককে দিতে বলা হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বুক মাই শো-কে এই ঘটনায় দায়মুক্ত রাখা হয়েছে, কারণ ঘটনার সঙ্গে তাদের সরাসরি কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে আদালত।