বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ২৯, আশঙ্কাজনক অবস্থায় ৩

আজ এখন নিউজ ডেস্ক, 19 জানুয়ারি: রবিবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম ন’নম্বর রাজ্য সড়কের তালডাংরা থানার চাঁইপুর যাত্রী প্রতীক্ষালয়ের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহি একটি বেসরকারী বাস ও মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাস চালক সহ মোট ২৯ জন। দুর্ঘটনার পরপরই লরি চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির তারকেশ্বর থেকে সিমলাপাল হয়ে খাতড়ার দিকে যাচ্ছিল একটি বেসরকারী বাস। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে তালডাংরা ও সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বাস চালক সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আহত যাত্রীরা জানিয়েছেন, সিমলাপাল দিক থেকে আসা লরিটি দ্রুতগতিতে এসে বাসটিকে ধাক্কা মারে। বাস চালকের অভিযোগ, লরির অসতর্ক চালনার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা ধরে ব্যস্ত বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। লরির চালক ও খালাসিকে আটক করার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।