টানা ৩২ ঘন্টার যুদ্ধ শেষ! মরণকূপে থেকে উদ্ধার করা গেছে তরুণীকে

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৮ জানুয়ারি: গতকাল রাজস্থানের এক তরুণী ৫৪০ ফুট গভীর কুয়াতে পড়ে যান। তারপর থেকে তাকে উদ্ধারকার্য চলছে, এবং সেই উদ্ধার কার্যে শামিল ছিল বিএসএফরাও। অবশেষে ওই কুয়ো থেকে ৩২ ঘন্টার পর উদ্ধার করা গেছে ওই তরুণীকে। তবে তিনি আর বেঁচে নেই। গতকাল রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে মৃত বলা ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, ওই মৃত তরুণীর নাম ইন্দিরা। তার বাড়ি রাজস্থানে। সে এবং তার পরিবার পরি যায় শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিল। গত ৬ জানুয়ারি সকালে ঘটনাক্রমে বোরওয়েলের মধ্যে পড়ে যান তরুণী।প্রথমে ৩০ ফুট নিচে আটকে থাকলেও, পরে পিছলে গিয়ে প্রায় ৫০০ ফুট নিচে চলে যান। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেওয়া হয় পরিবারের তরফে। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF) এবং বিএসএফ। গর্তে ক্যামেরা পাঠিয়ে গতিবিধি জানার চেষ্টা চলে। পাইপের মাধ্যমে অক্সিজেন ও খাওয়ার জল পাঠানো হয়।

ওই তরুণীকে উদ্ধার করতে রীতিমতো উদ্ধারকারীর দলকে এক ফুট চওড়া ও ১২ ইঞ্চি ব্যাস কেটেছে। মেয়েটির গলার শব্দ গতকাল সকাল পর্যন্ত পাওয়া গেল রাতের দিকে তার আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। অনেকেই আশঙ্কা করছিলেন তরুণী মারা গেছে। এরপর মঙ্গলবার দিন দুপুরে যখন তাকে উদ্ধার করা হয় ওই গর্তের ভেতর থেকে, এবং দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে রাজস্থানের ৭০০ ফুট গভীর একটি বোরওয়েল থেকে তিন বছরের চেতনার দেহ উদ্ধার হয়। ১০ দিন আটকে ছিল সে। মধ্যপ্রদেশেও ৩৯ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় সুমিত নামে এক বালক। ১৬ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।