আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১৭ ডিসেম্বর: ইরানের নিয়ম অনুযায়ী হিজাব ছাড়া সাধারণ মানুষ সহ তারকারা কোথাও বেরোতে বা পারফর্ম করতে পারবে না। এবং ওই ইরান ইউটিউবার হিজাব না পরে অনলাইন কনসার্টে পারফর্ম করেছিলেন। পারাস্তু আহমাদিকে ওই অভিযোগে ২৭ বছরে জন্য গ্রেপ্তার হন। ইউটিউবার একটি কনসার্টে ভার্চুয়াল পারফর্ম করছিলেন। এবং সেই প্রোগ্রামটি ইউটিউবে সম্প্রচারিত হয়েছে। সেদেশের সারি শহরে ঘটেছে এমনই এক ঘটনা।
ওই অনলাইন কনসার্টে কালো রঙের স্ট্র্যাপি বডিকন ড্রেস পরে পারফর্ম করেন পারাস্তু। সঙ্গে ছিলেন চারজন পুরুষ মিউজিশিয়ান। ভিডিওটির ‘ভিউ’ ছাড়িয়েছে ১৪ লক্ষ। ভিডিওর বিবরণ অংশে তিনি লেখেন, ‘এটা আমার অধিকার যা আমি অগ্রাহ্য করতে পারি না। যে দেশকে পাগলের মতো ভালোবাসি তার জন্য গান করা।’
ইরানে গত দু’বছর ধরে এই হিজাব পড়া নিয়ে তর্ক বিতর্কে তোলপাড় চলেছিল। মামসা আমিনি নামে এক তরুণীকে ২০২২ সালে হিজাব না পরে রাস্তায় বেরনোর অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছিল।২৪ ঘণ্টা পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর বিশ্ব জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। যদিও ইরানের মৌলবাদী শাসক পালটা দমন পীড়ন চালায় বলে অভিযোগ। হিজাব আইন আরও কড়া হয় সেদেশে। আগে হিজাব আইন ভাঙলে ১০ দিন থেকে দুই মাস অবধি জেল এবং আর্থিক জরিমানা হত। মাহসাকাণ্ডের পর সেই মেয়াদ বৃদ্ধি করে ৫ থেকে ১০ বছর কারাদণ্ডের বিল পাশ হয় ইরান সংসদে। হিজাব-বিধি না মানলে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।
কিন্তু এর পরও থামেনি প্রতিবাদ। সম্প্রতি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণীকে দেখা যায় অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হতে। জানা যায়, যথাযথ ভাবে হিজাব না পরার জন্য নাকি তাঁকে নিগ্রহ করেন নিরাপত্তারক্ষীরা। আর তার প্রতিবাদেই এই কাজ করেছেন তিনি। এর পরই জানা গিয়েছিল, বাধ্যতামূলক হিজাব আইন যাঁরা মানবেন না তাঁদের জন্য মনোচিকিৎসার ক্লিনিক খুলছে সেদেশের প্রশাসন। আর এবার হিজাব না পরায় গ্রেপ্তার হতে হল তারকা ইউটিউবারকে।