আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৫ জানুয়ারি: শনিবার বিকেল থেকে নারায়নপুর জেলা এবং দন্তেওয়াড়া সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে একটি অভিযান চালানো হয়। সেখানে পুলিশদের সঙ্গে যৌথ অভিযানে খতম ৪ মাওবাদী। তাদের মধ্যে একজন পুলিশ কর্মীও নিহত হন। মাওবাদীদের ওই জায়গা থেকে প্রচুর পরিমাণে অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত লুকিয়ে থাকা মাওবাদীদের খোঁজ চলছে।
তারা বিগত কয়েকদিন ধরে অর্থাৎ ছত্তিশগড় পুলিশ চার জেলায় মাওবাদীদমন অভিযান চালাচ্ছে। গোপন সূত্রে জানা গেছে, অবুঝমাড়ের জঙ্গলে তারা লুকিয়ে আছে। ওই অভিযানটি শুরু করা হয়েছে তাদের ওই নকশার ছকটি ভেঙে দিতে। তবে নিরাপত্তারক্ষীরা মাওবাদীদের আসার আওয়াজ পেয়ে গুলিবর্ষণ শুরু করে। নকশালপঞ্জিরা পালটা গুলি চালায়। আজ সকালে পুলিশ জানায়, চারজন মাওবাদী ওই সংঘর্ষে নিকেশ হয়েছে। নিহত হয়েছেন ডিসট্রিক্ট রিসার্ভ গার্ডের হেড কনস্টেবল সান্নু করম। ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল এবং সেলফ লোডিং রাইফেল (SLR)-সহ বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। গত বছর এই বিষয়ে বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’’ এ যে নিছক মুখের কথা নয়, পরিসংখ্যানই তা স্পষ্ট করে দেয়। রিপোর্ট বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ২৬৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জন গ্রেপ্তার ও ৭৮৯ জন আত্মসমর্পণ করেছেন। নতুন বছরেও নকশালপন্থীদের কোমর ভাঙতে অভিযান জারি রয়েছে।