বাংলাদেশি হেফাজতে ৫০০ রোহিঙ্গা, রাজস্থান পুলিশের চমকে দেওয়া পদক্ষেপ

আজ এখন নিউজ ডেস্ক, 28 জানুয়ারি: রাজধানী জয়পুরে অবৈধভাবে বসবাসকারী কট্টর অপরাধী এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ বাহিনী। রাজধানীর সব থানা যৌথভাবে এই বৃহৎ অভিযান পরিচালনা করেছে। তৎপরতার সঙ্গে পুলিশ বাহিনী প্রায় ৫০০ এর বেশি বাংলাদেশি ও রোহিঙ্গাকে আটক করেছে। সূত্রের খবর, পুলিশ তাদের ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে।

রাজধানীতে ক্রমবর্ধমান অপরাধ দমনের জন্য জয়পুর পুলিশ কমিশনারেট একটি অভিযান শুরু করেছিল। অতিরিক্ত পুলিশ কমিশনার সিটি কুনওয়ার রাষ্ট্রদীপের মতে, পুলিশ এই অভিযানের আওতায় সক্রিয় অপরাধীদের আটক করেছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জেলা দক্ষিণের সোদালা থানা এলাকায় অবৈধভাবে শরণার্থী হিসেবে বসবাসকারী ৩৯৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

রাজধানীর উত্তর জেলা থেকে ২৫০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে

একইভাবে সাঙ্গানার সদর থানা এলাকায় অবৈধভাবে বসবাসকারী বশিরুদ্দিনের ছেলে বাংলাদেশি ফজর আলীকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, ফজর আলী জেডিএ কলোনি বকসাওয়ালা সাঙ্গানারে অবৈধভাবে বসবাস করতেন। সূত্রের খবরে জানা গিয়েছে, জয়পুরের উত্তর জেলার সমস্ত থানা এলাকায় পুলিশ 250 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বাহিনী।