আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১১ জানুয়ারি: কেরলে ঘটে গেল এক অবাক করা ঘটনা। ৬৪ জন পুরুষ মিলে যৌন হেনস্তা করল এক পাঁচ বছরের শিশুর উপর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কেরলের এক দলিত তরুণীর। এখন তাঁর বয়স ১৮। অভিযোগ, প্রায় 13 বছর থেকেই তাকে নির্যাতিত হতে হয়েছে। ১০ জনের বেশি অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে।
এই ঘটনাটি সামনে আসার পর এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য মহিলা সামাক্যা ওই তরুণীর বাড়ি যান এক রুটিন ফিল্ড ভিজিটে। ওই নির্যাতিতা সেই সময় তার মনের কথা সব খুলে বলেন। সব ঘটনা শোনার পর একটি শিশু কল্যাণ কমিটির কাছে ওই মহিলা অভিযোগ জানান। এরপর কমিটির সদস্যরা কথা বলেন মেয়েটির সঙ্গে।
ওই তরুণীর দাবি, তার বয়স যখন ১৩ বছর সেই সময় তিনি প্রথম নির্যাতনের শিকার হন। তারই এক প্রতিবেশী তাঁকে পর্নোগ্রাফি দেখান। পরে স্কুলের স্পোর্টসের আগে প্রশিক্ষণ নেওয়ার সময়ও তিনি বারবার হেনস্তার শিকার হন। এমনকী কিছু হয়রানির ভিডিও-ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
এমন অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে শিশুকল্যাণ কমিটি। পুলিশে দায়ের হয়েছে অভিযোগ। কেরলের শিশুকল্যাণ কমিটির পাথানামথিতা শাখার মুখপাত্র এন রাজীব বলেন, ”বিষয়টা খুব গুরুতর। মেয়েটির অভিযোগ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই তাঁকে যৌন হেনস্তা করা হয়েছে।” পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।