আজ এখন নিউজ ডেস্ক, 12 ডিসেম্বর: উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে গত মাসে ইনোভার মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে। কিন্তু ঘন্টাঘর মোড়ে ব্রেকারটি যেনো জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখানে ভুলভাবে নির্মাণ করা হাইস্পিড ব্রেকারের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গতকাল সন্ধ্যায় ১৫ মিনিটের মধ্যে ৭টি দুর্ঘটনা ঘটে, যার জেরে একটি ছোট শিশুও আহত হয়।
দেরাদুনের ঘন্টাঘর মোড়ের কাছে স্পিড ব্রেকার এখন নতুন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে থাকে। ইতিমধ্যেই ঘন্টাঘর মোড়ে স্পিড ব্রেকারের অনেক ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে এই স্পিড ব্রেকার দিয়ে যাওয়ার সময় দুই চাকার গাড়িতে প্রায়শই এক্সিডেন্ট ঘটছে।
গভীর রাতে স্পিড ব্রেকারের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন জানান, ১৫ মিনিটের মধ্যে এসব দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। বলা হচ্ছে, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে বাইকে যাচ্ছিল। হঠাৎ স্পিড ব্রেকারের কারণে বাইকটি পড়ে যায়।