আজ এখন নিউজ ডেস্ক, 6 ফেব্রুয়ারি: সুন্দরবনের গোসাবা থানা এলাকার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে ঘটে গেল এক নির্মম ঘটনা। সরস্বতী পুজোর রাতে ৭০ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ এবং পরে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা মঙ্গল রায়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, সোমবার রাতে মঙ্গল রায় মদ নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছায়। বৃদ্ধার বৌমার দাবি, মঙ্গল বৃদ্ধা এবং তাঁর ছেলেকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে। দীর্ঘক্ষণ বাড়িতে থাকা মঙ্গলের আচরণ সন্দেহজনক হলে বৌমা প্রতিবেশীদের ডাকতে যান। ফিরে এসে দেখেন বৃদ্ধা বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন এবং শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
বৌমার চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। মঙ্গলকে ধরে ফেলেন এবং গাছে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মঙ্গলকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে প্রথমে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে এবং পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার ভোরে তিনি মারা যান। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত মঙ্গল রায়ের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং খুনের অভিযোগ দায়ের হয়েছে। আলিপুর আদালতে হাজির করা হলে বিচারক মঙ্গলকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মৃত বৃদ্ধার বৌমা এই প্রসঙ্গে বলেন, “শাশুড়িকে মদ খাইয়ে ওরা যে কাণ্ড ঘটাল, তার জন্য অভিযুক্তের কঠোরতম শাস্তি চাই। বুড়ো মানুষটাকে ও নির্দয়ভাবে হত্যা করেছে।” এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।