Indian Railway News: ১ নভেম্বর থেকে বদলে যাবে রেল সংক্রান্ত এই নিয়ম, উপকৃত হবেন কোটি যাত্রী – Aaj Akhon

বিরাট পরিবর্তন রেলওয়ে ওয়েটিং টিকিটের নিয়মে(railway waiting ticket)। এখন আপনি 120 দিনের পরিবর্তে 60 দিন আগে টিকিট বুক করতে পারবেন। বৃহস্পতিবার রেল মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, অগ্রিম সংরক্ষণের সময়সীমা এখন 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে (যাত্রার তারিখ ব্যতীত)।

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 17 অক্টোবর: রেল যাত্রীদের( railway passengers) জন্য সুখবর। রেলওয়ে ওয়েটিং টিকিটের (railway waiting ticket) নিয়ম পরিবর্তন করেছে। এখন আপনি 120 দিনের পরিবর্তে 60 দিন আগে টিকিট বুক করতে পারবেন। বৃহস্পতিবার রেল মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি(notice) অনুসারে, অগ্রিম সংরক্ষণের সময়সীমা এখন 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে (যাত্রার তারিখ ব্যতীত)। 

১ নভেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। তবে তাজ এক্সপ্রেস এবং গোমতী এক্সপ্রেসের মতো দিনের এক্সপ্রেস ট্রেনের (express train) ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এই ট্রেনগুলির জন্য অগ্রিম সংরক্ষণের সময়সীমা ইতিমধ্যেই কম৷ এছাড়াও, বিদেশী পর্যটকদের জন্য 365 দিনের সীমার ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।

এখনও পর্যন্ত ব্যবস্থা অনুযায়ী যাত্রীরা চার মাস আগে তাদের আসন সংরক্ষণ করতে পারবেন। যাত্রার তারিখের একদিন আগে তৎকাল টিকিট বুক করা যাবে। 3 এসি সহ উচ্চ শ্রেণীর জন্য বুকিং প্রতিদিন সকাল 10 টার পরে শুরু হয়। অপরদিকে, স্লিপার তৎকাল বুকিং শুরু হয় 11 টা থেকে।