নদীয়াতে উদ্ধার অবৈধ মদ – Aaj Akhon

কল্যাণী, পিয়ালী বোস:- এবার নদীয়াতে উদ্ধার হল অবৈধ মদ। নদীয়ার কল্যাণী সগুনা বাজারে বুধবার রাতে হঠাৎই হানা দেয় আবগারি দপ্তরের আধিকারিকেরা। তখনই হানা দিয়ে বেশ কিছু অবৈধ মদ উদ্ধার করেন তারা। তবে ইতিমধ্যে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে লোকসভা ভোটের আগে তৎপর-প্রশাসন।