Malda: ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি মালদার দুই লোকসভা কেন্দ্রের – Aaj Akhon

রাত পোহালেই উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোট। সূত্রের খবর, সকাল থেকেই রুট মার্চ করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সেনাবাহিনীদের। সব নিয়ে ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এখন তুঙ্গে।

আজ এখন নিউজ ডেস্ক: রাত পোহালেই উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোট। উত্তর মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার মালদা কলেজ ও দক্ষিণ  মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। ইতিমধ্যে করা নজড়দারী প্রশাসনের তরফ থেকে।

 সূত্রের খবর, সকাল থেকেই রুট মার্চ করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সেনাবাহিনীদের। সাথে সাথে  ডিসিআর সেন্টার মুখি ভোট কর্মীরা। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে। সব নিয়ে ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এখন তুঙ্গে।