রাজ্যজুড়ে এখন পুজোয় মেতে রয়েছে সমস্ত মানুষ। তার মধ্যেই বেশ কয়েকদিন ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। তাহলে কালীপুজো ও ভাইফোঁটার পরেই কি শীতের আগমন? তবে হাওয়া কিন্তু তেমনি বলছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৯ অক্টোবর: রাজ্যজুড়ে এখন পুজোয় মেতে রয়েছে সমস্ত মানুষ। তার মধ্যেই বেশ কয়েকদিন ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। তাহলে কালীপুজো ও ভাইফোঁটার পরেই কি শীতের আগমন? তবে হাওয়া কিন্তু তেমনি বলছে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ওটা দিন বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার দিকে মাঝারি থেকে হালকা বৃষ্টি হলেও পরে আবহাওয়া শুষ্ক হবে। এবং শহরবাসীরা নভেম্বরের এই শীতের আমেজটা পেতে পারেন।
নভেম্বর মাসের প্রথম দিকটা হাওয়া বদল হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যজুড়ে এখন থেকেই শুষ্ক আবহাওয়া। তবে মাঝে এক সপ্তাহ কোন রকমের বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই। আবার দু একটা জেলায় হালকা বৃষ্টি হতেও পারে। তবে কালীপুজো দীপাবলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি থাকলেও ভাই ফোঁটাতেই আকাশ পরিষ্কার থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের কালীপুজোর আগে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। পরের মাসে শুরুর দিকে বৃষ্টি সমতলের জেলাগুলিতে এগিয়ে আসবে। তবে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর-এই জেলাগুলিতে।
কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ একপশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশ।