কলকাতায় কবে পড়বে জাঁকিয়ে শীত? পাঁচ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নামবে রাজ্য জুড়ে!

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৪ ডিসেম্বর: ডিসেম্বরের মাস পড়ে গিয়েছে তারপরেও শীতের নামমাত্র নেই। তবে চলতি সপ্তাতেই পারদ নামতে চলেছে। বৃহস্পতিবার থেকে রাজ্যের তাপমাত্রা নামবে। আর শীতের আমেজ উত্তর ও দক্ষিণবঙ্গে ভালোই পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর এমন বার্তাই জানিয়েছে। আগামীকাল থেকে উত্তর-পশ্চিমে শীতল বাতাস বইবে। এই বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল থেকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে। আর এই রবিবারের মধ্যে রাজ্যের একাধিক জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে। আর ওই দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ রাজ্যের নয় জেলায়।

কয়েকদিন আগে শীতের আমেজ ধাক্কা খেয়েছে দিয়েছিল কয়েকদিন আগে। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে বাংলার দুই বঙ্গেই তাপমাত্রা বাড়বে। এবার থেকে তাপমাত্রা নামতে চলেছে। দক্ষিণবঙ্গে আগামিকাল থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে একাধিক জেলায়। তেমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বাজারে পরিমাণের কুয়াশা থাকবে। আর আগামী চার পাঁচ দিন মূলত আকাশ পরিষ্কার থাকবে। অন্যান্য জেলা গুলিতে ভোর বেলার দিকে হালকা কুয়াশা থাকবে এমনটাই বার্তা দেওয়া হয়েছে। যত বেলা বাড়বে তত আকাশ পরিষ্কার হবে। আজ বুধবার মাঝারি কুয়াশা থাকবে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।

শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে রবিবার তার প্রভাব পড়বে। ওই দিন হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।