বালিয়ায় বাড়িতে ডেলিভারি সেন্টার চালাচ্ছিলেন স্টাফ নার্স, মৃত্যু হল গর্ভবতী মহিলা ও নবজাতকের

আজ এখন নিউজ ডেস্ক, 8 ডিসেম্বর: বাড়িতেই ডেলিভারি সেন্টার চালাচ্ছিলেন এক স্টাফ নার্স। কিন্তু ডেলিভারি করাতে গিয়েই ঘটল বিপত্তি। ডেলিভারি করার সময় মৃত্যুর শিকার হতে হল মা এবং নবজাতক শিশুকে। বাঁশডিহ কোতোয়ালির কমিউনিটি হেলথ সেন্টারের (সিএইচসি) পদে থাকা স্টাফ নার্স, তার স্বামী এবং আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মা ও শিশুর মৃত্যুর ঘটনায় তাদের সবার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যেই পুলিশ ওই স্টাফ নার্সকে হেফাজতে নিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রুকুনপুরা গ্রামের বাসিন্দা লাল সাহেব সাহানীর স্ত্রী 34 বছর বয়সী সুধাকে বুধবার রেবতী সিএইচসিতে স্টাফ নার্সের বাড়িতেই অবস্থিত প্রাইভেট ডেলিভারি সেন্টারে ভর্তি করা হয়। গভীর রাতে প্রসবের সময় ওই মহিলা সুধা একটি মৃত সন্তানের জন্ম দেন। তবে প্রসবের পর ওই মহিলার অবস্থা আরো খারাপ হয়। এরপর কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।

কোতোয়ালি ইনচার্জ সঞ্জয় সিং বৃহস্পতিবার বলেন, পুলিশ ইতিমধ্যেই সুধা এবং শিশুর মৃতদেহ তাদের হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মহিলার শ্যালক রাম ঈশ্বর সাহনির অভিযোগে, স্টাফ নার্স মঞ্জু সিং, তাঁর স্বামী নন্দকুলি সিং এবং আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ ওই স্টাফ নার্স মঞ্জু সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।