আজ এখন নিউজ ডেস্ক, 18 ডিসেম্বর: বাঘের হানায় ত্রস্ত কুলতলির মধ্যগুড়গুড়িয়া। বুধবার রাতে লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রবেশের খবরে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শীতের নিশুতি রাতে দুই আরোহী বাইকে করে বাড়ি ফেরার পথে বাঘটিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখেন। এরপর তাঁদের মুখে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।
অতঃপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়েই বনদপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছে বাঘ তাড়ানোর চেষ্টা শুরু করেন। আগুন জ্বালিয়ে বাঘটিকে জঙ্গলের দিকে ফেরানোরও প্রচেষ্টা শুরু হয়েছে। যদিও বাঘটি বর্তমানে কোথায় অবস্থান করছে, তা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। তবে এলাকাবাসীকে সতর্ক করে বনদপ্তরের কর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছেন।
তবে কি খাবারের অভাবেই লোকালয়ে বাঘের আনাগোনা? অনেকে আবার বলছেন, সুন্দরবন লাগোয়া এলাকায় খাবারের অভাব বাঘকে লোকালয়ে টেনে আনে। ফলে এমন ঘটনা এই অঞ্চলে নতুন নয়। তবে প্রতিবারই এমন ঘটনার পুনরাবৃত্তি আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। বাঘের উপস্থিতির খবর পেয়ে প্রতিবার বনদপ্তর দ্রুত পদক্ষেপ নেয়, যাতে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘাত না ঘটে। বুধবার রাতের এই ঘটনার পর পুরো এলাকাই এখন আতঙ্কের ছায়ায়। বনদপ্তরের প্রচেষ্টা সফল হবে কি না, তা সময়ই বলবে। তবে লোকালয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আপাতত থমকে গিয়েছে।