কুয়েত সফরে এবার প্রথমবারের মতন প্রধানমন্ত্রী! চলছে একগুচ্ছ কর্মসূচি

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ ডিসেম্বর: বিদেশমন্ত্রক মোদির সফরক এই নতুন অধ্যায়ের সূচনা জানিয়েছে। যার জেরে নয়াদিল্লি এর মাধ্যমে ভারতের সঙ্গে মধ্যপ্রচারের দেশটি সম্পর্ক অন্যরকম হবে বলে আশা করছেন।

ইন্দিরা গান্ধী কুয়েতে শেষবার গিয়েছিলেন। এবং এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ৪৩ বছর পর নরেন্দ্র মোদি কুয়েতে যাচ্ছেন। তার এই সফরকে নতুন অধ্যায়ের সূচনা বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। মোদি কুয়েতে গিয়ে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্টেও উদ্বোধন হন।

২১ সে ডিসেম্বর(শনিবার) সকালে নরেন্দ্র মোদি কুয়েতে যাওয়ার জন্য রওনা দেন। তিনি যাচ্ছেন দুদিনের জন্য। এনিয়ে বিদেশমন্ত্রকের সেক্রেটারি অরুণকুমার চ্যাটার্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফর ঐতিহাসিক। যার ফলে ভারত ও কুয়েতের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হবে। সব ক্ষেত্রে অংশীদারিত্ব গতি পাবে। ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন। ফলে ভবিষ্যতে ভারত-কুয়েতের বন্ধন আরও মজবুত হবে।

জানা গিয়েছে, আজ থেকেই মোদির ঠাসা কর্মসূচির সূচনা হবে। কুয়েতের আমিরশেখ মেশাল আল-আহমাদ আল-জাবের-আল-সাবাহের সঙ্গে দেখা করবেন নমো। বৈঠকে বসবেন কুয়েতের যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে। এই ঐতিহাসিক সফর নিয়ে খুবই উচ্ছ্বসিত মোদি। রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ ও আগামীকাল আমি কুয়েতে থাকব। এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত করবে। আমি কুয়েতের আমির, যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আজ সন্ধ্যায় আমি ভারতীয়দের সঙ্গে দেখা করব এবং আরবিয়ান গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেব।