আজ এখন ডেস্ক, 26 ডিসেম্বর: তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ে। এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, ২০১৬ সালে আসানসোল পৌরনিগম থেকে লিজে দোকানটি নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। তাঁর বোনের নামে লিজ নেওয়া হয়েছিল দোকানটি। কিন্তু অভিযোগ, দোকান খুলতে গেলে বাধা দেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। এমনকি তিনি দোকানে তালা মেরে দেন এবং সেখানে ইউনিয়ন অফিস করার কথা জানান।
নিত্যানন্দ রায় বলেন, “পৌরনিগম থেকে লিজ নেওয়ার পরও দোকান খুলতে পারিনি। রাজু আলুওয়ালিয়া দাদাগিরি করে দোকান দখল করার চেষ্টা করেছিল।” অবশেষে নিত্যানন্দ রায়ের অভিযোগের ভিত্তিতে আসানসোল পৌরনিগম বৃহস্পতিবার তাঁর উপস্থিতিতে দোকানের তালা খুলে দেয়। পৌরনিগমের এই উদ্যোগে দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়।
তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “জায়গাটি পৌরনিগমের গোডাউন করার কথা ছিল। ২০১৬ সালে লিজ নেওয়া হলেও সেখানে দোকান কিভাবে হচ্ছে, তা তদন্ত করে দেখা উচিত।” ঘটনার বিষয়ে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, “লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। যিনি দোকানের লিজ পেয়েছেন, তাঁকে সেই দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করেছি।”
এই ঘটনার প্রেক্ষিতে রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “তৃণমূল দখলদারির রাজনীতি করছে। এটি নতুন কিছু নয়। রাজ্যের সর্বত্র একই ছবি।”