আজ এখন নিউজ ডেস্ক, 26 ডিসেম্বর: দেশের দ্রুতগামী রেল পরিষেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার এই ট্রেনের গতির নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল। হাওড়া থেকে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে হাইস্পিড বন্দে ভারত। এর ফলে যাত্রীদের যাত্রা আরও দ্রুত এবং আরামদায়ক হবে।
জানা গিয়েছে, বন্দে ভারত ট্রেনের এই হাইস্পিড সংস্করণ চালু করার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমানে বন্দে ভারত ট্রেনের সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। নতুন ট্রেনের জন্য আধুনিক প্রযুক্তির ইঞ্জিন এবং উন্নতমানের ট্র্যাক তৈরি করা হবে। প্রাথমিকভাবে এই ট্রেনটি হাওড়া থেকে একাধিক শহরের মধ্যে চলাচল করবে। সূত্রের খবর অনুযায়ী, ওই হাইস্পিড ট্রেনের এক একটি কোচ তৈরি করতে খরচ হবে ২৮ কোটি টাকা
সূত্রের খবর, আগামী দুই বছরের মধ্যে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলার উপযোগী ৮ কামরার দুটি হাইস্পিড ট্রেন প্রস্তুত করবে বিএমএল। এই প্রকল্পের জন্য চুক্তির মোট ব্যয় ধরা হয়েছে ৮৬৬.৮৭ কোটি টাকা। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-এর তরফে এই হাইস্পিড কোচ তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছিল, যেখানে একমাত্র বিএমএল-ই সাড়া দিয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের রেল পরিষেবায় নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি যাত্রীদের জন্য আরও দ্রুত ও আরামদায়ক যাত্রার সুবিধা মিলবে।