বাঁকুড়ার বনে ‘জিনাত’-এর কেরামতি: ঘুমপাড়ানি গুলিকেও হার মানালো বাঘিনী!

আজ এখন নিউজ ডেস্ক, 29 ডিসেম্বর: বাঁকুড়ার জঙ্গলে এখন একটাই নাম জিনাত। চতুর বাঘিনী জিনাতের পলায়নের কৌশল বন দফতরের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বাস্তবে বাঘিনীকে বাগে আনা যেন ক্রমশ দুঃসাধ্য হয়ে উঠছে। রাতভর একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছোঁড়ার পরেও জিনাতের চলার পথে কোনো বাঁধা সৃষ্টি করা যায়নি। ফলস্বরূপ ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনা এখনও বাস্তবায়িত করতে পারেনি বন দফতর।

শনিবার ভোরে পুরুলিয়ার ডাঙ্গরডিহির জঙ্গল থেকে বাঘিনীটি ঢুকে পড়ে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোঁসাইডিহির জঙ্গলে। বন দফতর নিশ্চিত হয়, এটি সিমলিপালের একটি বাঘিনী, যার নাম জিনাত। তাঁকে ধরতে শনিবার সকাল দশটা থেকেই শুরু হয় অভিযান। দিনের আলোয় বেলা তিনটায় একবার তাঁকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হলেও, সেটি তার শরীরে লেগেছিল কি না তা নিশ্চিত করতে পারেনি বনকর্মীরা।

রাতভর আরও একবার চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই চতুর জিনাত তাঁদের বোকা বানিয়ে পালিয়ে যায়। বন দফতরের মতে, জিনাতের এমন দ্রুত পলায়ন ক্ষমতা এবং সতর্কতা তাঁকে আরও বিপজ্জনক করে তুলছে। এখনও পর্যন্ত তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। বন দফতর মনে করছে, তাঁকে ধরতে আরও পদ্ধতিগত পরিবর্তন এবং বাড়তি সরঞ্জামের প্রয়োজন। জিনাতের এমন কেরামতি শুধু বন দফতর নয়, স্থানীয় মানুষের মধ্যেও কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি করেছে।