আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৩০ ডিসেম্বর: আনসারুল্লা বাংলা টিমের আরো একজন জঙ্গি ধরা পরল অসম পুলিশের আন্ডারে। এস টি এফ সোমবার দিন অসমের কোকরাঝড় থেকে ওই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেন। এবং তার নাম গাজী রহমান। গোপন সূত্রে জানা যায়, ওই জঙ্গি ছিল পূর্ব ভারতের এবিটির স্লিপার সেলের এক বড় মাথা। যদিও পুলিশের তরফে এখনও স্পষ্ট করে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
বাংলাদেশজুড়ে হাসিনার বিদায়ের পর মৌলাবাদের দাপট ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে। বহু জঙ্গি সংগঠন আই এস আই এর মদতে সেইখানে সক্রিয় হয়ে উঠেছে। যার অন্যতম টিম হল আনসারুল্লা বাংলা টিম। কাদরার ছায়া সংগঠন ভারতের সীমানা পেরিয়ে জিহাদের বিষ ছড়াতে উঠে পড়ে লেগেছে। যদিও তাদের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই জেহাদের শিকড় উপড়ে ফেলতে ‘অপারেশন প্রঘাত’ শুরু করেছে অসম পুলিশ। এই অভিযানে এখনও পর্যন্ত ১১ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম গাজী রহমান।
উল্লেখ্য, চলতি মাসে বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের STF। বড়দিনের আগে পাকড়াও করা হয় এই জঙ্গি সংগঠনের ২ সদস্যকে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে শাহিনুর ইসলাম নামে আরও এক জঙ্গি। প্রাথমিক তদন্তে জানা যায়, মুম্বই হামলার ধাঁচে দেশের নানা প্রান্তে নাশকতার ছক ছিল এই জঙ্গিদের। এমনকী বাংলায় গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল আনসারুল্লা বাংলা টিম। চলছিল তার প্রশিক্ষণ। যদিও ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই আনসারুল্লা শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে নামলেন তদন্তকারীরা।