আজ এখন নিউজ ডেস্ক, 30 ডিসেম্বর: বারাসতের হৃদয়পুরে এক নৃশংস ঘটনার সাক্ষী রইল স্থানীয়রা। শনিবার হৃদয়পুর স্টেশনের কাছে ১ নম্বর বেঙ্গল কেমিক্যাল এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি মানবদেহের টুকরো অংশ। তবে উদ্ধার হয়নি মাথা, যা আরও জটিল করে তুলেছে ঘটনাটিকে। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে, শনিবার পুকুর থেকে একাধিক বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলো খুলতেই মেলে খণ্ড খণ্ড দেহাংশ।
যদিও পুকুরের তলদেশে আরও দেহাংশ বা বস্তা থাকতে পারে সন্দেহে, ডুবুরি ও জাল দিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে সোমবার দুপুর পর্যন্ত নতুন কিছুই পাওয়া যায়নি। এই বিষয়ে এসডিপিও বারাসত বিদ্যাগর অজিঙ্কা অনন্ত জানান, ‘গোটা ঘটনার তদন্ত চলছে। নতুন করে কিছু জানা যায়নি। থমথমে গোটা এলাকা।’ যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খণ্ড খন্ড দেহাংশগুলি কোনও একটি পুরুষের। পুলিশ কমিশন ইতিমধ্যেই আশেপাশের এলাকার নিখোঁজ মানুষদেরও তল্লাশি শুরু করেছে। এমনকী খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও।
স্থানীয়দের কথায়, এর আগে এমন কোনও সাংঘাতিক ঘটনা ওই এলাকায় ঘটেনি। তাদের মতে ওই এলাকাটি মোটামুটি শান্ত স্বভাবের। তাই এই ঘটনায় তারা রীতিমত স্তম্ভিত। এই প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, ‘আমরা সকলেই আতঙ্কিত। বস্তাগুলি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে পুলিশে খবর দেওয়া হয়। তবে সেখান থেকে যে এই ভাবে দেহাংশ বার হবে, তা দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারেনি।’