নববর্ষ উদযাপনে কড়া নজর: জামশেদপুর পুলিশের বিশেষ পরিকল্পনা

আজ এখন নিউজ ডেস্ক, 31 ডিসেম্বর: নতুন বছরকে স্বাগত জানাতে জমকালো প্রস্তুতি নিয়েছে জামশেদপুরবাসী। তবে উৎসবের আনন্দ যেন আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য বিশেষ সতর্কতা নিয়েছে জামশেদপুর পুলিশ। মাতাল অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন সিটি এসপি কুমার শিবাশিষ।

নববর্ষ উদযাপন উপলক্ষে ৩১ ডিসেম্বর রাত ৯টা থেকে ১ জানুয়ারি বিকেল পর্যন্ত শহরের ৩২টি স্থানে বিশেষ চেকিং পয়েন্ট স্থাপন করা হয়েছে। এসব পয়েন্টে ড্রঙ্ক অ্যান্ড ড্রাইভ এবং রাশ ড্রাইভিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মাতাল অবস্থায় ধরা পড়লে নতুন বছরের প্রথম দিন জেলে কাটাতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। পুলিশের নজর শুধু সড়কে নয়, পিকনিক স্পট, হোটেল, এবং রেস্তোরাঁতেও থাকবে। কেউ যদি মাদক সেবন করে ধরা পড়ে, তবে অপারেটরদেরও আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও, শহরের স্টান্টবাজদের দমন করতে তিনটি বিশেষ বাইক স্কোয়াড গঠন করা হয়েছে, যারা গুরুত্বপূর্ণ রুটে টহল দেবে।

নিরাপত্তার স্বার্থে জুবিলি পার্কে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পার্কে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে মানুষ তাদের পরিবারের সাথে নির্বিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে। ট্রাফিক কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি রাত পর্যন্ত বাস ছাড়া ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জামশেদপুর পুলিশ নগরবাসীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছে, নববর্ষ উদযাপনের আনন্দে কেউ যেন আইন ভাঙার চেষ্টা না করে। আইন মেনে চললে সবাই মিলে একটি নিরাপদ ও আনন্দময় নববর্ষ উদযাপন সম্ভব হবে।