২০২৫-এ সুখবরের ইঙ্গিত? ক্যাটরিনার পোস্টে উচ্ছ্বসিত অনুরাগীরা!

আজ এখন নিউজ ডেস্ক, 3 জানুয়ারি: নববর্ষ উদযাপনের মেজাজে উজ্জ্বল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০২৪-এর বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানাতে ইনস্টাগ্রামে দু’টি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা-কালো পলকা ডট ড্রেসে সেজে, হাসিমুখে বাগানের মাঝে পোজ দিচ্ছেন ক্যাটরিনা। ক্যাপশনে লেখেন, “২০২৪ শেষ। ২০২৫ হাজির। হ্যাপি নিউ ইয়ার!”

কিন্তু এই পোস্ট ঘিরে অনুরাগীদের এক অন্যরকম উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে। মন্তব্য বাক্সে প্রশ্নের বন্যা, “তবে কি এই বছর সুখবর আসছে?” কেউ কেউ রসিকতা করে বলেছেন, “পলকা ডট ড্রেস পরে ছবি দেওয়ার পরই অভিনেত্রীরা নাকি গর্ভাবস্থার খবর দেন। তবে কি ছোট ভিকি কৌশলের অপেক্ষায় আছেন ক্যাটরিনা?”

উল্লেখ্য, ক্যাটরিনা ও ভিকি কৌশল তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা সংযত। ভক্তদের কৌতূহল এবং মজার মন্তব্য অবশ্য পুরো বিষয়টিকে একটি হালকা দৃষ্টিকোণেই রেখে দিয়েছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও অনুরাগীদের আশা, ২০২৫ হতে পারে তাঁদের প্রিয় দম্পতির জীবনের একটি বড় মাইলফলকের বছর। ক্যাটরিনা-ভিকির জীবনে যদি সত্যিই নতুন অধ্যায়ের সূচনা হয়, তবে তা তাঁদের অনুরাগীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর হবে। আপাতত ভক্তরা অপেক্ষায় আছেন আরও একটি নতুন চমকের!