আবারও তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ!মৃত অন্তত ৬

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৪ জানুয়ারি: তামিলনাড়ুর এক বাজে কারখানা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। খবর পাওয়া গেছে, এখনো পর্যন্ত ৬ জন আগুনে ঝলসে মারা গিয়েছে। দমদম পুলিশ বাহিনী এই ঘটনাস্থলে রয়েছে। তবে গত বছর একের পর এক বিস্ফোরন হয়েছে। অনেক প্রাণহানিও ঘটেছে। তবে এতসব দেখার পরেও প্রশাসনের এখনও হুশ ফেরেনি।।

সংবাদ সংস্থা থেকে জানানো হয়েছে, এদিন সকালে বিরুধ জেলার আপ্পাইয়ানাইকেনপট্টি গ্রামের সাত্তুর তালুকে এই ঘটনাটি ঘটে। শ্রমিকরা বাজি বানানো জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস মেশাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটা ঘটে। চারিদিক বিস্ফোরণের তীব্র আওয়াজে ফেটে পড়ে। ছাড়া আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, সত্তর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তার সঙ্গে পুলিশ ও ছুটে আসে। তুই কারখানার ভেতর থেকে দগ্ধ অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। আহত আরও কয়েকজন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনও ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও দমকলের আধিকারিকরা। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত বছর মে মাসে তামিলনাড়ুর রুদনগর জেলার শিবকাশীতে বিস্ফোরণ ঘটে। বাজি বানানোর ‘হাব’ হিসাবে গোটা দেশে পরিচিত এই এলাকা। সারা ভারতে যতটা বাজি উৎপাদন হয়, তার অধিকাংশই আসে এই শিবকাশী থেকে। সেই বাজি কারখানার একটিতেই প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৫ মহিলাও ছিলেন। ফের অক্টোবর মাসে একই ঘটনা ঘটে ভিরাগালুর গ্রামের আরিয়ালুর অঞ্চলের একটি বাজি কারখানায়। প্রাণ হারান ৯ জন।