জমি বিরোধের জেরে ১১ বছরের শিশুকে গলা কেটে হত্যা

আজ এখন নিউজ ডেস্ক, 6 জানুয়ারি: বিহারের আওরাই থানা এলাকার আমনৌর পঞ্চায়েতের মেহরাউলি গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায়, এক পাগল প্রতিবেশী ১১ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করে। এই হত্যাকাণ্ড গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার স্কুল বন্ধ থাকায় শিশুটি বাড়িতেই ছিল। প্রতিবেশী অভিযুক্ত হত্যার পর নিজেই ঘটনাটি স্থানীয়দের জানান। এরপর সে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। শিশুটির বাবা, সুশীল সাহ, ঘটনাস্থলে গিয়ে তার সন্তানের মৃতদেহ শনাক্ত করেন।

সুশীল সাহ এই প্রসঙ্গে জানান, প্রতিবেশীর সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুই বছর ধরে চলা এই বিরোধ হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার ইনচার্জ রাজা সিং জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত পরিবার তাদের বাড়িতে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, স্থানীয়ভাবে এসএফএল (ফরেনসিক টিম) দলকে ডাকা হয়েছে। তদন্ত শেষে মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য এসকেএমসিএইচে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শিশুটির হত্যাকাণ্ডে তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের মানসিক অবস্থা শোচনীয়। এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।