আজ এখন নিউজ ডেস্ক, 16 জানুয়ারি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কঠোর পদক্ষেপ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, হাসপাতালের সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তার থেকে শুরু করে পিজিটি শিক্ষার্থীরাও।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তর এবং সিআইডি যৌথভাবে তদন্ত চালিয়ে যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে, তাতে সংশ্লিষ্ট চিকিৎসকদের গাফিলতি স্পষ্ট প্রমাণিত হয়েছে। সাসপেন্ড হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে সিআইডি তদন্ত অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে রাজ্যের সমস্ত হাসপাতালের অপারেশন থিয়েটারের প্রবেশদ্বারে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সাসপেন্ড হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন:
- ডা. পল্লবী বন্দ্যোপাধ্যায় (সিনিয়র রেসিডেন্ট)
- ডা. জয়ন্তকুমার রাউত (এমএসভিপি)
- ডা. মহম্মদ আলাউদ্দিন (বিভাগীয় প্রধান)
- ডা. হিমাদ্রি নায়েক (সিনিয়র ডাক্তার)
- ডা. দিলীপ পাল (বেড ইনচার্জ)
- ডা. মৌমিতা মণ্ডল (পিজিটি শিক্ষার্থী)
- ডা. ভাগ্যশ্রী (পিজিটি শিক্ষার্থী)
- ডা. জাগৃতি ঘোষ (পিজিটি শিক্ষার্থী)
- ডা. পূজা সাহা (পিজিটি শিক্ষার্থী)
- ডা. মণীশ কুমার (পিজিটি শিক্ষার্থী)
- ডা. সুশান্ত মণ্ডল (পিজিটি শিক্ষার্থী)