দিলজিতের কনসার্টে তীব্র কটাক্ষ অভিজিতের, ফের বিতর্কের কেন্দ্রবিন্দু প্রবীণ গায়ক

আজ এখন নিউজ ডেস্ক, 16 জানুয়ারি: বিতর্ক যেন অভিজিৎ ভট্টাচার্যের নিত্যসঙ্গী। বলিউড এবং সংগীত জগতের নানা প্রসঙ্গে নিজের বেফাঁস মন্তব্যের জন্য বারবার শিরোনামে আসা এই প্রবীণ গায়ক এবার নিশানা করেছেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্ঝকে। দিলজিতের জনপ্রিয়তা এবং তার কনসার্ট নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফের বিতর্কের ঝড় তুলেছেন অভিজিৎ। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, “দিলজিৎ তো মঞ্চে ওঠে শুধু নাচার জন্য। আমার বাড়ির সদস্যরা এমন শো দেখতে টাকা খরচ করবে না।” এখানেই থেমে না থেকে তিনি আরও যোগ করেন, “আজ অ্যাভোকাডো ট্রেন্ডিং, কাল মূলো ট্রেন্ড করবে। সবার দিন সমান যায় না।”

দিলজিতের প্রতি অভিজিতের এমন তীব্র কটাক্ষ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। সমালোচকরা বলছেন, এটি শুধু দিলজিতের নয়, সমগ্র পাঞ্জাবি পপ এবং সমকালীন সংগীত শিল্পীদের প্রতি তাঁর বিরূপ মনোভাবের ইঙ্গিত।উল্লেখ্য, এর আগে শাহরুখ খান, সলমন খান সহ বলিউডের প্রথম সারির তারকাদের বিরুদ্ধেও মন্তব্য করেছেন অভিজিৎ। তার বক্তব্য প্রায়শই বিতর্কের জন্ম দেয় এবং ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে।

এদিকে, দিলজিৎ এখনও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা তাঁর পাশেই রয়েছেন। কেউ কেউ বলছেন, জনপ্রিয়তা এবং তারুণ্যের উন্মাদনা নিয়ে অভিজিতের এই মন্তব্য হিংসাত্মক। অন্যদিকে, অভিজিৎ নিজের বক্তব্যে অনড় রয়েছেন এবং দাবি করেছেন, “সত্যি বলার জন্য কেউ আমার প্রশংসা করুক, তা আমি আশা করি না।”