বলিউড ছেড়ে আন্তর্জাতিক মঞ্চে নোরা ফাতেহি! তবে কী চিরতরে অভিনয় ছাড়ছেন নোরা?

আজ এখন নিউজ ডেস্ক, 21 জানুয়ারি: বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি এবার আন্তর্জাতিক মিউজিক জগতে নিজের কেরিয়ার গড়তে আগ্রহী। সম্প্রতি আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে তাঁর নতুন মিউজিক অ্যালবাম ‘স্নেক’-এ অভিনয় করেছেন তিনি। তবে বলিউড থেকে বিদায় নেওয়ার প্রশ্নে নোরা স্পষ্ট জানালেন, “আমি সব জায়গায় থাকব। সিনেমায় যেমন কাজ করেছি, সংগীত জগতেও নিজের জায়গা করে নেব।”

এই প্রসঙ্গে নোরা জানান, তাঁর জীবনের তিনটি প্রধান অংশ—কানাডা, মরক্কো, এবং ভারত। তিনি বলেন, “ভারত আমাকে আমার পরিচয় দিয়েছে। এই দেশের প্রতি আমার ভালোবাসা চিরকাল থাকবে।” জেসন ডেরুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নোরা বলেন, প্রথমে খুব নার্ভাস ছিলেন, তবে কাজের সময় সবটুকু দারুণ উপভোগ করেছেন। এমনকি ডেরুলোকে হিন্দি শব্দ ‘জান্নু’-র অর্থ শেখানোর মজার ঘটনাও শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের দাবানলে তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও নোরা এবং তাঁর পরিবার নিরাপদে রয়েছেন। বলিউড ও হলিউড মিলিয়ে নোরা তাঁর বহুমুখী প্রতিভার মাধ্যমে আরও সাফল্যের পথে এগোচ্ছেন।