আজ এখন নিউজ ডেস্ক, 21 জানুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বিসিসিআই এক বড়সড় পদক্ষেপে শুভমান গিলকে ভারতের সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। তরুণ এই ব্যাটসম্যানের উপর এমন গুরুদায়িত্ব অর্পণ নিয়ে ক্রিকেটবিশ্বে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রাক্তন তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং সুরেশ রায়নার মতে, গিলই ভবিষ্যতে ভারতের নেতৃত্ব দেওয়ার সেরা পছন্দ।
অশ্বিনের মতে, “শুভমান গিলকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচন সঠিক সিদ্ধান্ত। ম্যানেজমেন্টের এই পদক্ষেপ ভবিষ্যতের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। সিনিয়র খেলোয়াড়দের থেকে পরামর্শ নিয়ে গিল একদিন ভারতের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।” অন্যদিকে, সুরেশ রায়না বলেন, “ওয়ানডে ফরম্যাটে গিলের পারফরম্যান্স অসাধারণ। আইসিসি প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব তরুণদের দক্ষতা এবং মানসিক দৃঢ়তা বাড়ায়। গুজরাট টাইটান্সের হয়ে অধিনায়কত্ব করে গিল ইতিমধ্যেই নিজের নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছে।”
গিলের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও, অশ্বিন ও রায়নার মতো প্রাক্তন ক্রিকেটারদের সমর্থন তাঁর প্রতি ম্যানেজমেন্টের আস্থাকে আরও মজবুত করেছে। গোটা ক্রিকেটবিশ্ব এখন অপেক্ষায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিল কীভাবে নিজের নতুন ভূমিকায় সাফল্য তুলে ধরেন।