গঙ্গায় ডুবে মৃত কিশোর – Aaj Akhon

ফের নদিয়াতে গঙ্গায় ডুবে গিয়ে মৃত্যু এক কিশোরের। ঘটনাটি ঘটে নদিয়ার ফুলিয়া চটকা তলা এলাকায়। জানাযায় মৃত কিশোরের নাম গৌরব পাল। শনিবার দুপুরে চার বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে যায়। স্নান করতে নামলে গৌরব জলে তলিয়ে যায়। পরিবারের দাবি বন্ধুরা বাড়িতে কোন কিছু খবর না দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেলে তড়িঘড়ি বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেয়। বিপর্যয় মোকাবেলা দফতর ডুবুরি নামিয়ে সন্ধ্যা পর্যন্ত গৌরবকে খোঁজাখুঁজি করার পর গৌরবের মৃতদেহ খুঁজে পায়। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়।