আজ এখন নিউজ ডেস্ক, 22 জানুয়ারি: বীরভূম জেলার লাভপুর ব্লকের কীর্ণাহার থানার অন্তর্গত ঠিবা গ্রাম পঞ্চায়েতের লাঙ্গলহাটা গ্রামে, ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি পুকুরের পাশের চাষযোগ্য জমি থেকে এই বোমাগুলি উদ্ধার করেছে কীর্ণাহার থানার পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, মঙ্গলবার সকালে কীর্ণাহার থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময় মাটির নীচে লুকিয়ে রাখা একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কে বা কারা এই বোমাগুলি রেখে গেছে এবং কী উদ্দেশ্যে এগুলি সেখানে মজুত করা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার নিরাপত্তার কথা মাথায় রেখে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের কার্যকলাপ বেড়েছে। এই ঘটনার সঙ্গে কোনো দুষ্কৃতী চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, বোমাগুলি পরীক্ষা করে দেখা হবে এবং কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় যুক্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছে প্রশাসন।