আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৩ জানুয়ারি: আম আদামি পার্টি এবার ভোট মুখি দিল্লিতে নিজস্ব অশান্তিতে জর্জরিত রয়েছে। রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল এবার কেজরিওয়াল এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল নাকি আগের বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপর যে হামলা হয়েছিল তার সঙ্গে জড়িত ছিল। স্বাতীর আরও দাবি, বৈভব কেজরির মুখোশ খুলে দিতে পারেন। সেই ভয়ে তাঁকে চটাতে চান না উনি।
আগের বছর ১৩ মে এই দিনটি ছিল ঘটনা সূত্রপাত। স্বাতী কেজরিওয়াল এর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গেছিলেন। এবং সেখানে হঠাৎ করে মুখ্যমন্ত্রী প্রাক্তন সচিবের উপর আক্রমণ হয়। তিনি অভিযোগ করেন, কোনও কারণ ছাড়াই তাঁর সঙ্গে বচসা শুরু করেন বৈভব। সাত-আটবার তাঁর গালে চড় কষিয়েছেন। মারধরের ফলে মাটিতে পড়ে যান স্বাতী। সেই অবস্থায় বুকে ও পেটে লাথি মারেন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব। বেশ কয়েকবার লাঠি দিয়েও মারা হয় তাঁকে। জানা গিয়েছে, ঘটনার সময়ে ঋতুস্রাব চলছিল আপ সাংসদের। সেই কথা বললেও বৈভবের মার থামেনি। হেনস্তার সময়ে বারবার সাহায্যের জন্য চিৎকার করলেও সাড়া মেলেনি বলে জানিয়েছেন আপ সাংসদ। এই ঘটনায় পুলিশ বৈভবকে গ্রেপ্তার করলেও পরে জামিনে মুক্তি পান তিনি।
একদা আপের অন্যতম শীর্ষ নেত্রী বলেন, “আমি আমার আইনি লড়াই একা লড়ছি। অথচ বৈভবকে বাঁচাতে সেরা উকিলদের দল নামিয়েছেন। শীর্ষ আদালত জানিয়েছিল, বৈভবকে সরকারের গুরুত্বপূর্ণ কোনও পদে বসানো যাবে না। অথচ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতার পদ দেওয়া হয়েছে। যার অর্থ মন্ত্রীদের চেয়ে বেশি বেতন পাবেন উনি। পাঞ্জাবের মুখ্যসচিব থেকে ডিজিপির মতো আধিকারিকরা ওই গুন্ডার কাছে রিপোর্ট পেশ করেন। আমার মনে উনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন কীভাবে মহিলাদের উপর নৃশংস অত্যাচার করা যায়।