বিধাননগরে দুই শিশু উদ্ধার: রাস্তায় ফেলে চম্পট দিলেন মা, তদন্তে পুলিশ,

আজ এখন নিউজ ডেস্ক, 4 ফেব্রুয়ারি: বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে মঙ্গলবার সকালে দুই শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর মধ্যে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। আনুমানিক ছয় থেকে আট বছরের এই দুই ভাইবোনকে সম্পূর্ণ নিরুপায় ও ভীত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন।

পথচারীদের সন্দেহ হওয়ায় শিশুদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তবে তারা নিজেদের নাম বা ঠিকানা কিছুই জানাতে পারেনি। শুধু এটুকু জানিয়েছে, তারা সম্পর্কে ভাইবোন এবং তাদের মা-ই তাদের সেখানে নিয়ে এসেছিলেন। স্থানীয়দের দেওয়া খাবার ও পানীয় গ্রহণ করতেও তারা অস্বীকৃতি জানায়। স্থানীয়রা বিষয়টি বিধাননগর উত্তর থানায় জানালে, পুলিশ এসে শিশুদের উদ্ধার করে। সূত্রের খবর অনুযায়ী, গত কয়েকদিন ধরে এক মহিলা ওই দুই শিশুকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তবে এদিন সকাল থেকে তাকে আর দেখা যায়নি।

শিশুদের সঙ্গে একটি বড় কালো ব্যাগ পাওয়া গিয়েছে, যা পুলিশ পরীক্ষা করে দেখছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে মহিলার গতিবিধি এবং পরিচয় সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ অফিস এবং কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন একটি ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে দুই শিশুকে মানসিক ট্রমা থেকে বের করার চেষ্টা চলছে এবং তাদের পরিচয় শনাক্ত করার জন্য তদন্ত চলছে।