আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৬ ফেব্রুয়ারি: তামিলনাড়ু স্কুলে ঘটে গেল এক নারকীয় ঘটনা। এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে ৩ জন শিক্ষক। অভিযোগ এসেছে, বিদ্যালয়ের মধ্যেই তাকে ধর্ষণ করা হয়েছে। এবং এই ঘটনায় তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলা উত্তপ্ত হয়ে রয়েছে। পুলিশ পকসো ধারায় ইতিমধ্যেই মামলা রজু করা হয়েছে। এবং অযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনুযায়ী, ওই নাবালিকা তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা আর সঙ্গে ওই এলাকার একটি স্কুলে পড়ত। মেয়েটি গত এক মাস ধরে স্কুলে যাচ্ছেনা। কর্তৃপক্ষের তাতে করে সন্দেহ তৈরি হয়। তারপর স্কুল থেকে ছাত্রীর বাড়িতে যোগাযোগ করা হয়। এবং তাতে করে পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে গত একমাস ধরে সে স্কুলে যাচ্ছে না। তাতে সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপরই স্কুলের তরফে ছাত্রীর বাড়িতে যোগাযোগ করা হয়। তাতে করেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। নাবালিকার মা জানান, তার মেয়েকে ওই স্কুলের তিনজন শিক্ষক মিলে ধর্ষণ করেছে। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বাড়িতে বিষয়টা জানাজানি হয়। কিন্তু তারা ভয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেনি। নির্যাতিতার মায়ের কাছে বিষয়টা জানামাত্রই প্রিন্সিপাল পুলিশের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন।
এরপরই থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা। পকসো ধারায় মামলা রুজু করা হয়। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও পরিজনরা। উল্লেখ্য, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। স্কুলের তরফেও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে খবর।
